সুদূর কানাডা থেকে বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে ফুটবল খেলতে ছুটে এসেছেন সামিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি মাঠে নামতেই দলের খেলায় ফিরেছিল দারুণ গতি। সামনেই ভারত ম্যাচ। এ ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী সামিত। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘খুব জলদি কাঙ্ক্ষিত জয় দেখা দেবে। সম্ভবত সামনের ম্যাচেই! এই ম্যাচেই আমরা জয় দিয়ে উদ্যাপন করব। আর এ জয়টা যদি পাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আরও আনন্দ দেবে মনে। আশা করি, আগামী ম্যাচেই জয়োৎসব করতে পারব।’ ভারত বেশ ভালো দল। তবে ভারতের মিডফিল্ড ও ডিফেন্সে অনেক ফাঁকফোকর দেখতে পেয়েছেন সামিত। তিনি বলেন, ‘ভারতের মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনে গ্যাপ থাকে। ওই স্পেস যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভালো করা সম্ভব। এ স্পেসে একটা টার্ন করা থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারবে।’ ভারতের দুর্বলতা কাজে লাগিয়ে ফল বের করতে চান সামিত। কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে তিনি কোচের পক্ষেই কথা বললেন। সামিত বলেন, ‘আমার মনে হয়, কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো। আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা অনেক ওপরের লেভেলে রেখেছেন। কোচের ইনটেনশনটা ভালো আছে, ট্যাকটিকটাও ভালো আছে। আর আমরা কোচকে বিশ্বাস করি। আমরা যদি কোচের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে জিততে পারব। গোল যে খাচ্ছি, ওইগুলো কোচের সমস্যা না। ব্যক্তিগত কিংবা দলগত ভুল থেকে এগুলো হয়।’