বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কিংস-চেন্নাই মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

কিংস-চেন্নাই মুখোমুখি

পেশাদার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিক ভারতীয় আই লিগের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এম এ আজিজ স্টেডিয়ামে আজ বিকালে দুই দেশের দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে। সেমিফাইনাল খেলার জন্য আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই কোনো পক্ষেরই। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। বসুন্ধরা কিংস ৩-১ গোলে হেরেছে গোকোলাম কেরালার কাছে। অন্যদিকে চেন্নাই সিটি এফসি ৫-৩ গোলে হেরেছে মালয়েশিয়ার তেরেনগানুর কাছে। আজ কেবল জিতলেই হবে না, গোল ব্যবধানের দিকেও লক্ষ্য রাখতে হবে। দুই দলেরই গোল ব্যবধান ২। বি গ্রুপের অন্য ম্যাচে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে তেরেনগানু ও গোকোলাম কেরালা। এ ম্যাচে গোকোলাম জিতলে সুবিধা হবে বসুন্ধরা কিংসের।

 সে ক্ষেত্রে দুই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে কিংসরা। না হলে গোল ব্যবধানের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের পর বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেছেন, ‘লেফট সাইড দিয়ে আমাদের আক্রমণ বেশ ভালো হয়েছে। ইব্রাহিমের সঙ্গে সোলেরার বোঝাপড়াটা ভালো ছিল। কিন্তু রাইট সাইডে আমরা একেবারেই বাজে খেলেছি। এটা নিয়ে কাজ করতে হবে।’ গতকাল বসুন্ধরা কিংস অনুশীলন করেছে খুব সকালে। আগের দিন যারা ম্যাচে অংশ নিয়েছে তারা রিকভারি সেশন করেছে। আর যারা মাঠে নামেনি তারা কঠোর অনুশীলন করে নিজেদের প্রস্তুত করে নিয়েছে। প্রথম ম্যাচের একাদশে বেশ কয়েকটা পরিবর্তন আসতে পারে আজ। বিশেষ করে রাইট সাইডে গত ম্যাচে খেলেছেন সুশান্ত ত্রিপুরা ও বিপলু। এ সাইডের খেলা নিয়ে অসন্তুষ্ট কোচ। তিনি তো প্রথম ম্যাচের পর ক্ষোভে বলেছিলেন, ‘আমার দলের ছেলেরা খুব ভালো ফুটবলার। কিন্তু কীভাবে খেলতে হয় তা ওদের শিক্ষা দিতে হবে।’ এর কারণটাও বলেছেন তিনি। নতুন মৌসুমের জন্য নতুন একটা দলকে মাত্র প্রস্তুত করে তুলছেন ব্রুজোন। অন্যদিকে দীর্ঘ তিন মাস ধরে খেলাতেই ছিল গোকোলাম কেরালা। তারা আবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তার পরও পরাজয়টা তাতিয়েই দিয়েছে বসুন্ধরা কোচকে। তিনি বললেন, ‘এ পরাজয় আমাদের পেইন দিতেই থাকবে। এটা ভালো হলো। সামনের ম্যাচগুলোর জন্য এ পরাজয় প্রেরণা হয়ে থাকবে।’ আজ রাইট সাইডে পুরনো ও পরীক্ষিতদের দেখা যেতে পারে। মাঝমাঠ নিয়ে অবশ্য মোটামুটি সন্তুষ্ট কোচ। এ কারণে রবিউল আর জালালকে আজো প্রথম একাদশে দেখা যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর