বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিষেকেই আলো ছড়াতে চায় পুলিশ

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যবাহী পুলিশ এবার পেশাদার লিগ খেলছে। অভিষেক আসরকে তারা স্মরণীয় করে রাখতে চায়। জাতীয় দলের কোনো ফুটবলার সংগ্রহ করতে না পারলেও যারা এসেছেন তারা মাঠ কাঁপানোর সামর্থ্য রাখেন। গোলরক্ষক হিমেল, শাহেদ, আরিফ, স্বাধীন, তারা ছাড়াও বেশ কজন উদীয়মান খেলোয়াড়কে পাচ্ছে পুলিশ। সুইডেনের প্রবাসী ফুটবলার যোশেফ নূরকে মাঠে দেখা যাবে। চূড়ান্তভাবে বাছাই না করলেও

দলের ক্যাম্পে বেশ কজন বিদেশি ফুটবলার রয়েছেন।

এদের মধ্যে কিরগিজস্তানের  আরদার, আরতুক, ল্যাপটাপ, ব্রাজিলের থিয়াগো ও মার্কিন যুক্তরাষ্ট্রের রিভু। দলের সহকারী  কোচ মো. সেলিম খান জানান, ২০ নভেম্বরের আগেই বিদেশিদের নাম চূড়ান্ত করে ফেলব। হেড কোচের দায়িত্বে আছেন সুইজারল্যান্ডের ভিক্টর রাবিদ নিকোলা। প্রস্তুতি হিসেবে পুলিশ তিনটি ম্যাচেও লড়েছে। মুক্তিযোদ্ধা ও সাইফের  বিপক্ষে জয় পেলেও হেরে গেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। পেশাদার লিগে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে ক্রীড়াঙ্গনের আলোচিত দল। সেলিম খান দলের নতুনভাবে জেগে ওঠার পেছনে ক্লাব সভাপতি র‌্যাব পরিচালক (ডিজি) ড. বেনজির আহমেদ ও ম্যানেজার পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসানের অবদানের কথা বলেন।

সর্বশেষ খবর