রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জয়ার ফিফা জয়

জয়ার ফিফা জয়

ফিফা জয় করলেন বাংলাদেশের জয়া চাকমা। বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে ফিফার স্বীকৃতি। চার মাস আগেই পরীক্ষায় পাস করে ফিফা রেফারি নিশ্চিত হয়েছিল জয়ার। জয়া চাকমার সঙ্গে সালমা ইসলাম মনিও ফিফা রেফারি হওয়ার পাস করেছিলেন। কিন্তু মনির বয়স ২৩ বছরের কম। তাই আগামী বছর আবার তাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে ২০২১ সালের জন্য। জয়া চাকমা সেই ইতিহাস সৃষ্টি করলেন। জয়াসহ দক্ষিণ এশিয়ার আরও পাঁচ নারী রেফারি আছেন। দুজন ভারতের রঞ্জিতা ও রূপা দেবী এবং নেপালের অস্মিতা ও অন্যজন ভুটানের চুকিউম। সাবেক এই নারী ফুটবলার কোচ হয়েছেন আগেই। এএফসি ‘বি’ লাইসেন্স করেছেন। এখন তার লক্ষ্য দেশের বাইরে কোচিংয়ের ওপর এএফসি ‘এস’ লাইসেন্স করা।

একাধারে কোচ ও রেফারি দুটোই দারুণ উপভোগ করছেন জয়া চাকমা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর