রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
বাস্কেটবল

করোনা প্রতিরোধে বাস্কেটবল খেলোয়াড়ের ব্যতিক্রমী উদ্যোগ

নিউইয়র্ক টাইমস

করোনা প্রতিরোধে বাস্কেটবল খেলোয়াড়ের ব্যতিক্রমী উদ্যোগ

স্টিফেন কারি, যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের তারকা স্টিফেন কারি। তিনি করোনাভাইরাস নিয়ে ৩০ মিনিটে লাইভ আলোচনা করেছেন ইনস্টাগ্রামে। আমেরিকার বিখ্যাত চিকিৎসক ড. অ্যান্থনি এস. ফাউসির সঙ্গে আলোচনা করেছেন তিনি। কারির এই লাইভে যুক্ত ছিলেন ৫০ হাজার মানুষ। যাদের মধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ছিলেন। কারির এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ডাক্তারের সঙ্গে তিনি আলোচনা করেছেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ে। কীভাবে সাড়া বিশ্বে ছড়িয়ে পড়েছে, এমন পরিস্থিতিতে মানুষের কী করা উচিত। চীনের বিস্তার নিয়ে কথা হয়েছে এবং কীভাবে চীনারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরছে সে বিষয়টিও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে কারি সরাসরি প্রশ্ন করেন ডাক্তার ফাউসিকে। অনেকটা সাক্ষাৎকারের মতো অনুষ্ঠান ছিল। কেন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে? করোনাভাইরাস সাধারণ ফ্লু থেকে কী কী কারণে আলাদা এসব নানা বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। কারির এই উদ্যোগ তার ভক্তদের সচেতন তো করবেই, অন্যরাও সতর্ক হবে।

সর্বশেষ খবর