বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের আড়াই লাখ টাকা দান

ক্রীড়া প্রতিবেদক

তামিম-মুশফিকরা নিজেদের বেতনের বড় অংশ দিয়ে দুস্থদের জন্য গঠন করেছেন ফান্ড। করোনাভাইরাসে দিন আনে দিন খায় মানুষের ত্রাহিনকূল অবস্থা। বেতনভুক্ত না হোক এমন দুর্যোগে আকবর আলীরা বসে থাকতে পারে না? সিনিয়রদের মতো তারাও এগিয়ে এগিয়ে এসেছেন। অলস সময় না কাটিয়ে নিজেদের সাধ্য অনুযায়ী গঠন করেছেন একটি তহবিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর মিডিয়াকে জানান, ‘আমরা যতটুকু পারি একটা তহবিল গঠনের চেষ্টা করছি। আশা করছি কয়েক দিনের মধ্যেই হয়তো ফান্ড সংগ্রহ হয়ে যাবে।’ বিশ্বকাপজয়ী আকবররা গতকাল আড়াই লাখ টাকার ফান্ড গঠন করে অনুদান দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ফান্ডে। বেতনভুক্ত না হয়েও তহবিল গঠন করতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। মূলত যুব বিশ্বকাপ দলের স্কোয়াডে থাকা ১৬ খেলোয়াড় ও ৮ কর্মকর্তার অনুদানেই এ তহবিল গঠিত হয়েছে। তহবিল গঠনের কাজ সমন্বয় করেছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। তিনি জানান, যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে তহবিল গঠন করেছি আমরা।’ টাকা জোগাড় হওয়ার পর গতকাল কোয়াবের ফান্ডে জমা দেন তারা। যুব বিশ্বকাপ জয়ের পর দেশে আকবরদের উৎসবটা তেমনভাবে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংর্ধনার দেওয়ার কথা থাকলেও করোনায় তা স্থগিত হয়েছে। তবে এ নিয়ে আক্ষেপ নেই আকবরদের। তার কথা এখন সময় দুস্থদের পাশে দাঁড়ানোর। জাতীয় দলের ক্রিকেটাররা ৩০ লাখ টাকা এবং ৯১ জন ক্রিকেটার ৮ লাখ টাকা অনুদান দিয়েছেন।

আমরা আসছি। আশা করি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন।

সর্বশেষ খবর