বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

সালাহর মুখোশ পরে ডাকাতির চেষ্টা

ক্রীড়া ডেস্ক

সালাহর মুখোশ পরে ডাকাতির চেষ্টা

করোনাভাইরাসে মাক্স পরাটা বাধ্যতামূলক। কিন্তু কেউ যদি প্রিয় তারকার মুখোশ পড়ে ডাকাতির চেষ্টা চালায় এতো ভয়ঙ্কর ঘটনার বলা যায়। সেই সুযোগটাই নিতে চেয়েছিলেন কতিপয় অসাধু ব্যক্তি। ভেবেছিলেন মোহাম্মদ সালাহর মুখোশ পরে ডাকাতি করলে পার পেয়ে যাবেন। তবে বাস্তবে তা হয়নি। মিসরের রাজধানী কায়রোতে লিভারপুল ফরোয়ার্ডের মুখোশ লাগিয়ে দোকান লুট করতে চেয়েছিলেন চার দুষ্কৃতকারী। ধরা পড়ে গেলেন সবাই, তাদের কাছ থেকে অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে সালাহর ৪টি মুখোশ।

নাসোসিটির কাছাকাছি হাযালেইন নেইফাল সড়কের কাছে ডাকাতি করতে ঢুকছিলেন এ চার ডাকাত। পরে ধরা পড়লে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইংলিশ এক মিডিয়াতে ডাকাতির এ খবর প্রকাশের পর সালাহ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, বিপদের সময়ও কেউ যদি অসৎ কাজে জড়িয়ে পড়ে তা দুঃখজনক। বিশেষ করে আমার জন্মভূমিতে এ ঘটনা ঘটায় আমি লজ্জিত। আমার বিশ্বাস এ ঘটনা একবার ও শেষবারই ঘটল।

সর্বশেষ খবর