মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
মুজিববর্ষ স্কোয়াশ

রেকর্ড ১১৮ প্রতিযোগী অংশ নিচ্ছেন

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড ১১৮ প্রতিযোগী অংশ নিচ্ছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক মেগা টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন। আট দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন হবে আজ রাজধানীর বিএএফ শাহীন কলেজের স্কোয়াশ কমপ্লেক্সে। প্রতিযোগিতায় মোট ১১৮ জন খেলোয়াড় তিনটি ভেন্যুতে নয়টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। স্কোয়াশ ফেডারেশনের ইতিহাসে আগে একসঙ্গে এত প্রতিযোগী অংশ নেননি। পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা দল অংশ নিচ্ছে। বিএএফ শাহীন কলেজ ছাড়াও খেলা হবে উত্তরা ক্লাব ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে।

খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বিজয়ীদের জন্য প্রাইজমানিও ঘোষণা দিয়েছে ফেডারেশন। স্কোয়াশে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর করোনার মধ্যেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। প্রথম মাসে ট্রেনারদের জন্য মাসব্যাপী কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেনানিবাস কেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কোয়াশের প্রতি আগ্রহী করে তুলতেও বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে ফেডারেশন। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের আবহাওয়া স্কোয়াশ খেলার জন্য খুবই উপযোগী। তাই ঠিকঠাক নার্সিং করতে পারলে এমন টুর্নামেন্ট থেকে তারকা খেলোয়াড় বের করে আনা সম্ভব হবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

সর্বশেষ খবর