প্রথম দিনের শেষ বিকালে মাত্র ২৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। প্রোটিয়া বোলারদের দাপটে প্রথম দিনে টপঅর্ডার লন্ডভন্ড হয়ে গেলেও ফাওয়াদ আলমের ক্যারিশম্যাটিক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। করাচি টেস্টে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছে পাকিস্তান। ফাওয়াদ খেলেছেন ১০৯ রানের অসাধারণ এক সেঞ্চুরি। দারুণ ব্যাটিং করেছেন ফাহিম আশরাফও। তার ব্যাট থেকে এসেছে মহামূল্যবান ৬৪ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার চার বোলার রাবাদা, নরকিয়ে, এনগিডি ও মহারাজ দুটি করে উইকেট নিয়েছেন।
আগের রাতে হতাশা নিয়ে ঘুমাতে যাওয়া পাকিস্তান গতকাল বেশ প্রশান্তিতেই দিনটি শেষ করেছে।