বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইউরোর পর জার্মানিতে লো-যুগের সমাপ্তি

ক্রীড়া ডেস্ক

ইউরোর পর জার্মানিতে লো-যুগের সমাপ্তি

চলতি বছরের জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ)। এ টুর্নামেন্টের পরই জার্মানির কোচ জোয়াকিম লো পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। লোর বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর।

দীর্ঘ দেড় দশক ধরে জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জোয়াকিম লো। ২০০৬ সালের জুলাইয়ে জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। তার সময়ে জার্মানি একবার বিশ্বকাপ জয় করেছে (২০১৪) এবং একবার তৃতীয় স্থান অর্জন করেছে (২০১০)। এছাড়াও ফিফা কনফেডারেশন কাপ জয় করেছে ২০১৭ সালে। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানি হারিয়ে দেয় লিওনেল মেসিদের আর্জেন্টিনাকে। ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে তারা হারায় চিলিকে।

জোয়াকিম লোর অধীনে জার্মানি ১৮৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১২০টিতেই জয় পেয়েছে তারা। ড্র করেছে ৩৮টি ম্যাচে। হেরেছে কেবল ৩১টিতে।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফ্রিটজ কেলার বলেছেন, ‘জোয়াকিম লো আমাদেরকে তার উত্তরসূরি বেছে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছেন।’ দেখা যাক, লোর উত্তরসূরি কে হন!

সর্বশেষ খবর