বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

টি-২০ ফরম্যাটে প্রিমিয়ার ক্রিকেট!

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। তার প্রস্তুতি হিসেবেই প্রিমিয়ার ক্রিকেটকে ৫০ ওভারের বদলে ২০ ওভারের ম্যাচে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। গতকাল বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনামসহ অন্য কর্মকর্তারা বসে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন টি-২০ ম্যাচ আয়োজনের।

 এখন ১২টি ক্লাবের সঙ্গে বসে চূড়ান্ত হবে। আগের বছরের দল-বদল নিয়েই ক্লাবগুলো এবার লিগ খেলবে। লিগ মাঠে গড়াতে পারে শ্রীলঙ্কায় বাংলাদেশ সফরের পর। এপ্রিলে দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কায়। সেটা খেলে দেশে ফেরার পর বিসিবি প্রস্তুতি নিবে প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজনের, এমনটাই বলেছেন বিসিবি সিইও, ‘শ্রীলঙ্কা থেকে ক্রিকেট দল দেশে ফেরার পর লিগ আয়োজনের প্রস্তুতি নিব।’ টাইগাররা দেশে ফেরার পর ‘দ্বীপরাষ্ট্র্র’ শ্রীলঙ্কা আসবে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে। গত বছর দুই রাউন্ড খেলার পরই করোনাভাইরাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ।    

সর্বশেষ খবর