মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৬০ পাসের জাদুকরী এক গোল

৬০ পাসের জাদুকরী এক গোল

বার্সেলোনা কোপা দেল রে কাপ জিতে শিরোপা খরা ঘুচিয়েছে। অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়েছে ফাইনালে। এই ম্যাচের শেষ গোলটা করতে গিয়ে দারুণ এক রেকর্ডের মালিক হলো কাতালানরা। লিওনেল মেসির এই গোলটা হয়েছে টানা ৬০টা পাসে। ২ মিনিট ২৫ সেকেন্ড টানা নিজেদের পায়ে বল চালাচালি করে গোল করেছেন মেসি। এতেই দারুণ একটা রেকর্ড গড়েছে বার্সেলোনা। ২০১৭ সালে ৫২ পাসে এক গোল করে রেকর্ড গড়েছিল ম্যানসিটি। ৬০ পাসে গোল করে সেই রেকর্ডটা ভেঙে দিলেন মেসিরা। এর মাধ্যমে আরও একবার টিকি-টাকা ফুটবলের স্বার্থকতা প্রমাণ করল বার্সেলোনা। শুরুর দিকে খুব ধীর গতিতে চলছিল পাসিং। শেষদিকে এত দ্রুততালে আক্রমণ করে বার্সেলোনা, অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্স লাইন পুরোপুরিই ভেঙে যায়। জর্দি আলবার ক্রসে বল পেয়ে মেসি গোল করলে তারা কেবল তাকিয়ে তাকিয়ে দেখে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর