সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফেদেরার-নাদালের রেকর্ড ছুঁলেন জকোভিচ

২০তম গ্র্যান্ড স্লাম জয়

ক্রীড়া ডেস্ক

ফেদেরার-নাদালের রেকর্ড ছুঁলেন জকোভিচ

চার সেটের লড়াই জিতে উইম্বলডনের শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। উইম্বলডনের সবুজ ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হতে বিশ্বের এক নম্বর জকোভিচ ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪ ও ৬-৩ সেটে হারিয়েছেন ইতালির মাত্তেও বেরেত্তিনিকে। ক্যারিয়ারে সার্বিয়ান টেনিস তারকার এটা ২০ নম্বর গ্র্যান্ড স্লাম। ২০টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। জকোভিচ চলতি বছরের চারটি গ্র্যান্ড স্লামের তিনটি উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এখন পর্যন্ত জিতেছেন। বাকি আছে ইউএস ওপেন। যদি বছরের শেষ গ্র্যান্ড স্লামটি জিতে যান সার্বিয়ান তারকা, তাহলে ১৯৬৯ সালের পর প্রথমবার কোনো টেনিস তারকা বছরের চারটিই শিরোপা জিতবেন। এর আগে এক বছরে চারটি করে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড রয়েছে রড লেভার (১৯৬২ ও ১৯৬৯) এবং ডন বাজ-এর (১৯৩৮)। চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত জকোভিচ, ‘ম্যাচটি ছিল যুদ্ধেও চেয়েও বেশি। বেরেত্তিনি একজন সত্যিকারের ইতালিয়ান। যিনি আমাকে প্রতিটি মুহূর্তে লড়াই করতে বাধ্য করেছেন।’ জকোভিচ শিরোপা জেতার পর ফেদেরার টুইট করেছেন, ‘নোভাক অভিনন্দন ২০ নম্বর গ্র্যান্ড স্লাম জেতায়।’ ক্যারিয়ারে জকোভিচের এটা ৮৫নম্বর শিরোপা।

 সবমিলিয়ে প্রাইজমানি জিতেছেন ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।            

সর্বশেষ খবর