শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শাস্তি কমছে আরামবাগের!

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে বেটিং, ম্যাচ পাতানোর অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে বড় শাস্তি দেয় বাফুফে। এমনিতেই দলটি অবনমিত হয়েছে। তবে শাস্তির জন্য চ্যাম্পিয়ন্স লিগের বদলে তাদের খেলতে হবে প্রথম বিভাগে। তাও শীর্ষে থাকলেও দুই বছর ওপরের লিগে খেলতে পারবে না। শাস্তির মেয়াদ এক সপ্তাহও যায়নি। অথচ ক্রীড়াঙ্গনে গুঞ্জন উঠেছে, আরামবাগের শাস্তি কমিয়েছে বাফুফে। সামনে ফেডারেশনের নির্বাহী কমিটির যে সভা হবে সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। অনেক সদস্যই মনে করেন শাস্তিটা বেশি হয়ে গেছে। তাই পুনরায় বিবেচনা করা যেতে পারে।

ফেডারেশনের একজন কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনাও চলছে। তবে শাস্তি কমলেও তা বেশি কিছু নয়। আগে যেখানে দুই বছর নির্ধারণ করা হয়েছিল। এখন এক বছর খেলে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হতে পারলে ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ খেলার অনুমতি পাবে। তবে সব কিছু নির্ভর করছে নির্বাহী কমিটির সভার ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর