বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
হকির দলবদল

সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন আশরাফুল

কোনো সংশয় নেই। ১৯ সেপ্টেম্বর থেকেই প্রিমিয়ার হকির দলবদল শুরু হচ্ছে। চার দিন ধরে চলবে এই কর্মসূচি। ক্লাব কাপ দিয়েই সেশন জটে বন্দী থাকা হকি মাঠে গড়াবে। প্রায় তিন বছর পর প্রিমিয়ার লিগ মাঠে গড়াচ্ছে। তবে শিরোপা প্রত্যাশী দলগুলো আগেই ঘর গুছিয়ে নিয়েছে। এবার কোনো দলে ৫ জনের বেশি জাতীয় দলের খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে না। ফেডারেশনই এ নিয়ম করে দিয়েছে। মোহামেডান, আবাহনী ও মেরিনার্সেই মূলত জাতীয় দলের খেলোয়াড় দেখা যাবে।

দীর্ঘদিন হকি লিগ না হওয়ায় খেলোয়াড়দের পারিশ্রমিক তেমন বাড়েনি। নতুন মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হচ্ছেন আশরাফুল ইসলাম। জানা গেছে, আবাহনী তাকে ৮ লাখ টাকা অফার দিলেও তিনি তা প্রত্যাখ্যান করে মোহামেডানে যোগ দেন। ১০ লাখ টাকায় তিনি মোহামেডানে চুক্তিবদ্ধ হয়েছেন। আশরাফুল ছাড়াও মোহামেডানে যোগ দিয়েছেন সারোয়ার ও কৌশিক। রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান পিন্টুসহ পুরাতনরা তো আছেই। মোহামেডান যতটা শক্তিশালী হবে ভাবা হয়েছিল তা হয়নি। হকি কমিটির মতো বিরোধে তা ভেস্তে যায়। বিশেষ করে সাজেদ এ এ আদেল সম্পাদক থেকে পদত্যাগ করায় এর প্রভাব পড়ে। আবাহনীও পিছিয়ে নেই। সিতুল, নাঈম, রুম্মন, খোরশেদ, মিমোসহ বেশকয়েকজন তারকাকে নিশ্চিত করেছে দলটি। আরেক পরাশক্তি মেরিনার্সও শক্তিশালী দল গড়েছে। চয়ন, রাব্বি, সবুজ, প্রীতম ও বিপ্লবের পাশাপাশি তারা উদীয়মান খেলোয়াড় পেয়েছেন। ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেন, মেরিনার্স, মোহামেডান ও আবাহনী সমমানের দল গড়েছে। তবে শিরোপা জেতাটা নির্ভর করবে বিদেশি কালেকশনের ওপর।

সর্বশেষ খবর