মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দলবদলে জেগে উঠল হকি

ক্রীড়া প্রতিবেদক

দলবদলে জেগে উঠল হকি

করোনায় ফুটবল ও ক্রিকেটের ঘরোয়া আসর ঠিকই মাঠে গড়িয়েছে। বড় খেলার মধ্যে হকিই নীরব হয়ে বসেছিল। এতটা অনিশ্চয়তা যে হকি লিগ মাঠে গড়াবে কিনা ফেডারেশনের কর্মকর্তারাই কোনো উত্তর দিতে পারছিলেন না। ২০১৮ সালে অক্টোবর মাসে শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগের দেখা নেই। খেলোয়াড়দের অসহায়ত্বের কথা কেউ চিন্তাও করছিলেন না। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদও ছিল নীরব। যাক অনিশ্চয়তা কাটিয়ে হকিতে প্রাণ ফিরে আসছে। বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগের দলবদল শুরুও হয়েছে। প্রথম দিনে ঢাকা আবাহনী যে শোডাউন করে দলবদলের কাজ শেষ করেছে তা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

ঘুমিয়ে থাকা ফেডারেশন যেন নতুনভাবে জেগে উঠছে। হকি বাংলাদেশে কতটা জনপ্রিয় তা দল বদলের দৃশ্য দেখেই প্রমাণ মিলছে। দলবদল যখন শুরু হয়েছে তখন লিগের পর্দা উঠবে এ নিয়ে সংশয় নেই। তবে ক্লাব কাপের মধ্যে দিয়ে দীর্ঘ তিন বছর পর হকির ঘরোয়া আসর শুরু হবে। এরপরই বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ। এবার প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল ঊষা ক্রীড়াচক্র নেই। ২০১৮ সালে লিগ বয়কট করায় শাস্তি হিসেবে তাদেরকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়।

দলবদল শুরুর আগেই জায়ান্টরা ঘর গুছিয়ে নিয়েছে। দলবদলটা তাদের কাছে আনুষ্ঠানিকতায় বলা যায়। চ্যাম্পিয়ন মোহামেডান যেমন শক্তি বাড়িয়েছে। রানার্সআপ আবাহনীও পাল্লা দিয়ে দল গড়েছে। তৃতীয় শক্তি মেরিনার্সও ছেড়ে কথা বলবে না। প্রথম দিনে আবাহনী ফেডারেশনে এসে দলবদল করলেও তাদের চিরপ্রতিদ্ব›দ্বী মোহামেডান গুলশানের এক রেস্টুরেন্টে কমিশনে নতুনদের দলে ভিড়ায়। যদিও দলবদল ঘিরে অপ্রীতিকর এক ঘটনা ঘটে গেছে তারপরও হকিতে প্রাণ ফিরছে এটাই বড় স্বস্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর