২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেশটির প্রতিনিধিত্ব করেছেন মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো তারকা ক্রিকেটাররা। সেই দলকে টি-২০ বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে খেলতে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ‘দ্বীপরাষ্ট্র’ ম্যাচসেরা ভানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিশানকার জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। দুজনে শতরানের জুটি গড়েন। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে ১০১ রানে। হাসারাঙ্গা ৭১ ও নিশারাঙ্গা ৬১ রান করেন। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে হাসারাঙ্গা-নিশানকা চতুর্থ জুটিতে ১৩.৫ ওভারে ১২৩ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। হাসারাঙ্গা ৭১ রান করেন ৪৭ বলে ১০ চার ও এক ছক্কায়। ওপেনার নিশানকা ৬১ রান করেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দাসুন শানাকা ১১ বলে অপরাজিত ২১ রান করেন। আয়ারল্যান্ডের সফর বোলার জশ লিটল ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৭২। ওভার প্রতি সাড়ে ৮ রান। এমন টার্গেটে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই গুটিয়ে আয়ারল্যান্ড। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে আইরিশরা শেষ ৭ উইকেট হারায় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবার্নি। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। নামিবিয়ার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়া কার্টিস ক্যাম্পার ২৮ বলে করেন ২৪ রান। শ্রীলঙ্কার সফল বোলার থিকশানা ১৭ রানে ৩ উইকেট নেন। দুই জয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে। গ্রুপ-‘এ’ থেকে দ্বিতীয় দল হতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর