২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেশটির প্রতিনিধিত্ব করেছেন মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো তারকা ক্রিকেটাররা। সেই দলকে টি-২০ বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে খেলতে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ‘দ্বীপরাষ্ট্র’ ম্যাচসেরা ভানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিশানকার জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। দুজনে শতরানের জুটি গড়েন। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে ১০১ রানে। হাসারাঙ্গা ৭১ ও নিশারাঙ্গা ৬১ রান করেন। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে হাসারাঙ্গা-নিশানকা চতুর্থ জুটিতে ১৩.৫ ওভারে ১২৩ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। হাসারাঙ্গা ৭১ রান করেন ৪৭ বলে ১০ চার ও এক ছক্কায়। ওপেনার নিশানকা ৬১ রান করেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দাসুন শানাকা ১১ বলে অপরাজিত ২১ রান করেন। আয়ারল্যান্ডের সফর বোলার জশ লিটল ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৭২। ওভার প্রতি সাড়ে ৮ রান। এমন টার্গেটে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই গুটিয়ে আয়ারল্যান্ড। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে আইরিশরা শেষ ৭ উইকেট হারায় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবার্নি। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। নামিবিয়ার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়া কার্টিস ক্যাম্পার ২৮ বলে করেন ২৪ রান। শ্রীলঙ্কার সফল বোলার থিকশানা ১৭ রানে ৩ উইকেট নেন। দুই জয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে। গ্রুপ-‘এ’ থেকে দ্বিতীয় দল হতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর