২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেশটির প্রতিনিধিত্ব করেছেন মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো তারকা ক্রিকেটাররা। সেই দলকে টি-২০ বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে খেলতে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ‘দ্বীপরাষ্ট্র’ ম্যাচসেরা ভানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিশানকার জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। দুজনে শতরানের জুটি গড়েন। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে ১০১ রানে। হাসারাঙ্গা ৭১ ও নিশারাঙ্গা ৬১ রান করেন। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে হাসারাঙ্গা-নিশানকা চতুর্থ জুটিতে ১৩.৫ ওভারে ১২৩ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। হাসারাঙ্গা ৭১ রান করেন ৪৭ বলে ১০ চার ও এক ছক্কায়। ওপেনার নিশানকা ৬১ রান করেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দাসুন শানাকা ১১ বলে অপরাজিত ২১ রান করেন। আয়ারল্যান্ডের সফর বোলার জশ লিটল ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৭২। ওভার প্রতি সাড়ে ৮ রান। এমন টার্গেটে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই গুটিয়ে আয়ারল্যান্ড। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে আইরিশরা শেষ ৭ উইকেট হারায় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবার্নি। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। নামিবিয়ার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়া কার্টিস ক্যাম্পার ২৮ বলে করেন ২৪ রান। শ্রীলঙ্কার সফল বোলার থিকশানা ১৭ রানে ৩ উইকেট নেন। দুই জয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে। গ্রুপ-‘এ’ থেকে দ্বিতীয় দল হতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর