২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেশটির প্রতিনিধিত্ব করেছেন মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো তারকা ক্রিকেটাররা। সেই দলকে টি-২০ বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে খেলতে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ‘দ্বীপরাষ্ট্র’ ম্যাচসেরা ভানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিশানকার জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। দুজনে শতরানের জুটি গড়েন। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে ১০১ রানে। হাসারাঙ্গা ৭১ ও নিশারাঙ্গা ৬১ রান করেন। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে হাসারাঙ্গা-নিশানকা চতুর্থ জুটিতে ১৩.৫ ওভারে ১২৩ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। হাসারাঙ্গা ৭১ রান করেন ৪৭ বলে ১০ চার ও এক ছক্কায়। ওপেনার নিশানকা ৬১ রান করেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দাসুন শানাকা ১১ বলে অপরাজিত ২১ রান করেন। আয়ারল্যান্ডের সফর বোলার জশ লিটল ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৭২। ওভার প্রতি সাড়ে ৮ রান। এমন টার্গেটে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই গুটিয়ে আয়ারল্যান্ড। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে আইরিশরা শেষ ৭ উইকেট হারায় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবার্নি। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। নামিবিয়ার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়া কার্টিস ক্যাম্পার ২৮ বলে করেন ২৪ রান। শ্রীলঙ্কার সফল বোলার থিকশানা ১৭ রানে ৩ উইকেট নেন। দুই জয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে। গ্রুপ-‘এ’ থেকে দ্বিতীয় দল হতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন