২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেশটির প্রতিনিধিত্ব করেছেন মুত্তিয়া মুরলীধরন, চামিন্দা ভাস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনা, অর্জুনা রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভার মতো তারকা ক্রিকেটাররা। সেই দলকে টি-২০ বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে খেলতে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করে ‘দ্বীপরাষ্ট্র’ ম্যাচসেরা ভানিন্দু হাসারাঙ্গা ও পাথুম নিশানকার জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। দুজনে শতরানের জুটি গড়েন। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে ১০১ রানে। হাসারাঙ্গা ৭১ ও নিশারাঙ্গা ৬১ রান করেন। শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে হাসারাঙ্গা-নিশানকা চতুর্থ জুটিতে ১৩.৫ ওভারে ১২৩ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। হাসারাঙ্গা ৭১ রান করেন ৪৭ বলে ১০ চার ও এক ছক্কায়। ওপেনার নিশানকা ৬১ রান করেন ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দাসুন শানাকা ১১ বলে অপরাজিত ২১ রান করেন। আয়ারল্যান্ডের সফর বোলার জশ লিটল ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট ১৭২। ওভার প্রতি সাড়ে ৮ রান। এমন টার্গেটে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই গুটিয়ে আয়ারল্যান্ড। লঙ্কানদের আক্রমণাত্মক বোলিংয়ে আইরিশরা শেষ ৭ উইকেট হারায় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক এন্ড্রু বালবার্নি। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা। নামিবিয়ার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়া কার্টিস ক্যাম্পার ২৮ বলে করেন ২৪ রান। শ্রীলঙ্কার সফল বোলার থিকশানা ১৭ রানে ৩ উইকেট নেন। দুই জয়ে শ্রীলঙ্কা সুপার টুয়েলভে। গ্রুপ-‘এ’ থেকে দ্বিতীয় দল হতে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়াইজ।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সবার আগে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বুধবার আরেক টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে ৭০ রানে হারিয়ে সবার আগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে।
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর