মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের মেয়েদের টার্গেট শিরোপা

বাংলাদেশের মেয়েদের টার্গেট শিরোপা

১১ ডিসেম্বর ঢাকায় অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে। ২২ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ নারী দল বাফুফে ভবনে থাকবে। বাকিরা হোটেল পূর্বাণী ও ফ্যাস্টে থাকবে। গতকাল প্রস্তুতি নিয়ে সাংগঠনিক কমিটির সভা হয়। আয়োজন স্বার্থক করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি হয়েছে। গ্যালারিতে দর্শকের অনুমতি দেওয়া হবে। তবে মাক্স পরা বাধ্যতামূলক। খেলা দেখতে কোনো টিকিট লাগবে না। ঘরের মাঠে শিরোপা জিততেই নামবে বাংলাদেশ। বৈঠকে উপস্থিত অভিজ্ঞ সংগঠক আমিরুল ইসলাম বাবু বলেন, ‘চারজন ছাড়া অনূর্ধ্ব-১৯ দলে বাকিরা জাতীয় দলে খেলেন। আমাদের টার্গেট শিরোপা।’

 হাতে যে সময় আছে অনুশীলনের মাধ্যমে ভুলত্রুটি শোধরানো যাবে।’

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্ট হবে।

সর্বশেষ খবর