বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্যাপ্টেন কামিন্সের ক্যারিশমা

ক্রীড়া ডেস্ক

ক্যাপ্টেন কামিন্সের ক্যারিশমা

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই ৬৫ বছরের পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছিলেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়া টেস্ট দলের শেষ ফাস্ট বোলার অধিনায়ক ছিলেন টিম লেন্ডল। এরপর প্যাট কামিন্সের আগে আর কোনো ফাস্ট বোলারকে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক করা হয়নি। কিন্তু এই রেকর্ডেই থামলেন না কামিন্স। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন। পাশাপাশি ১২৬ বছরের পুরনো একটা ঘটনার কথাও মনে করিয়ে দিলেন। ১২৬ বছর আগে জর্জ গ্রিফিন অস্ট্রেলিয়া টেস্ট দলের ফাস্ট বোলার অধিনায়ক হিসেবে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এরপর প্যাট কামিন্সই প্রথম।

প্যাট কামিন্সের রেকর্ডের দিনে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায়। বৃষ্টিবিঘিœত ব্রিসবেন টেস্টের প্রথম দিনে ৫০.১ ওভারেই অলআউট হয় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জশ বাটলার। এছাড়াও অলি পোপ ৩৫, হাসিব হামিদ ২৫, ক্রিস ওকস ২১ রান করেন।

সর্বশেষ খবর