শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হকিতে ভারতের পাকিস্তান-বধ

ক্রীড়া প্রতিবেদক

হকিতে ভারতের পাকিস্তান-বধ

চার বছর আগের কথা। ২০১৭ সালের ১৫ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। সেবার এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে চিঙলেনসেনা, রমনদ্বীপ ও হরমনপ্রীত একটি করে গোল করে ৩-১ ব্যবধানের জয় উপহার দেন ভারতকে। চার বছর পর ভিন্ন টুর্নামেন্টে একই ঘটনার সাক্ষী হলো মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ পর্বে গতকাল ৩-১ গোলেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। তিন বছর আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রপ পর্বেও একই ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।  দুই দলের অতীত লড়াই অসংখ্য ঘটনার জন্ম দিয়েছে। গতকাল ম্যাচের ৮ম মিনিটে পেনাল্টি (পিসি) কর্নার পায় ভারত। প্রথম পিসি থেকেই গোল করে তারা। হারদিক সিং পুশ করেন। স্পট করেন সুমিত। হরমনপ্রীত জোরালো হিটে গোল করেন। প্রথম কোয়ার্টারে তেমন সুবিধা করতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে। তবে ব্যবধান একই থাকে। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে দুই দলই একটি করে গোল করে। ৪২ মিনিটে ফিল্ড গোল করে ভারত। পেনাল্টি সার্কেলের ভিতরে বাম দিক থেকে সুমিতের রিভার্সে বল পেয়ে রিভার্স ফ্লিকে গোল করেন আকাশদ্বীপ সিং। এর তিন মিনিট পরই ব্যবধান করে পাকিস্তান। ৪৫তম মিনিটে রানার কাছ থেকে বল পেয়ে গোল করেন জুনায়েদ। ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়ায় ভারত। ৫৩তম পিসি পায় ভারত। যশকরণ সিং পুশ করেন। স্টপ করেন সুমিত। হরমনপ্রীত সিং গোল করেন। পাকিস্তান দুটি পিসি পেলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচসেরার পুরস্কার পেয়ে খুশি হরমনপ্রীত।

 সিং বললেন, ‘আমরা অলিম্পিকে আরও ভালো খেলেছি। এই দলে বেশ কিছু নতুন খেলোয়াড় আছে। আশা করছি খুব দ্রুতই আমরা আরও উন্নতি করতে পারব।’ পরাজিত পাকিস্তান দলের অধিনায়ক ওমর ভুট্ট বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। দিনটি ভারতের ছিল।’

সর্বশেষ খবর