বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৫

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৫

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দারুণ লড়াই চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। প্রথম ইনিংসে ভারত ৩২৭ রান করার পর দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানেই অলআউট হয়। টেস্টের ফল ভারতের পক্ষে বলেই মনে হচ্ছিল। তবে ভারতকে পরের ইনিংসে ১৭৪ রানেই আটকে দেয় প্রোটিয়ারা। কাগিসো রাবাদা ও মারকো জানসেন ৪টি করে উইকেট শিকার করেন ভারতের দ্বিতীয় ইনিংসে। লুঙ্গি ইনগিডি ২টি উইকেট শিকার করেন। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৫ রান। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ২৫৩ রান। মারক্রাম ১ ও পিটারসেন ১৭ রানে আউট হলেও উইকেটে টিকে আছেন এলগার (২৬*) ও ডুসেন (৮*)। জয়ের জন্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতের প্রয়োজন আর মাত্র ৮টি উইকেট। এখনো হাতে একটি দিন আছে।

সর্বশেষ খবর