মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের মেয়েদের হার

বাংলাদেশের মেয়েদের হার

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জয় পাওয়ার দুই দলের জন্য শেষ ম্যাচটি হয়েছিল অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে লঙ্কান মেয়েদের কাছে ২২ রানে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা। দারুণ এই জয়ে কমনওয়েলথের চূড়ান্তপর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা করে ১৩৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

সর্বোচ্চ ৩৬ রান এসেছে মুর্শিদার ব্যাট থেকে। এ ছাড়া ৩৩ রান করেছেন ফারজানা।

বাংলার মেয়েরা হেরে গেছে লঙ্কান অলরাউন্ডার চামারি আতাপাত্তুর কাছে। শ্রীলঙ্কার অধিনায়ক ব্যাট হাতে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা :  ১৩৬/৬ (২০ ওভার) (আতাপাত্তু ৪৮, নিলাকশি ২৮, আনুশকা ২০*; নাহিদা ২/৩৪, সালমা ১/১৪, সুরাইয়া ১/১২)।

বাংলাদেশ : ১১৪/৫ (২০ ওভার) (মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০; আতাপাত্তু ৩/১৭, কাঞ্চনা ১/১৩)।

ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।

ম্যাচসেরা : চামারি আতাপাত্তু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর