শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

ঈদের ছুটি কাটিয়ে মাঠে নামছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

ঈদের ছুটি কাটিয়ে মাঠে নামছে কিংস

ঈদের ছুটির পর ফের শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। আজ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের। এ ছাড়া আজ মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের প্রতিপক্ষ পুলিশ এফসি। আবাহনী লিমিটেড রহমতগঞ্জ এবং শেখ রাসেল ক্রীড়া চক্র সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হচ্ছে।

লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোনের দল ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। এ ছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্র ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আট নম্বরে।

লিগের দ্বিতীয় লেগ শুরু হতেই অনেক কিছুতেই দিন বদলের ইঙ্গিত মিলছে। শেখ রাসেল ক্রীড়া চক্র দলে ভালোমানের ফুটবলার নিয়েছে দ্বিতীয় লেগের জন্য। এতে ফলও পাচ্ছে দলটা। প্রথম দুই ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আজ জিতলে লিগের পয়েন্ট তালিকায় উন্নতি হতে পারে তাদের।

এদিকে বসুন্ধরা কিংসের সামনে এএফসি কাপের মিশন। দিন কয়েক পরই তারা কলকাতার সল্ট লেকে এএফসি কাপ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাবে। সেখানে তারা মুখোমুখি হবে ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগান ও গোকোলাম কেরালা এবং মালদ্বীপের ক্লাব ম্যাজিয়ার। এএফসি কাপ মিশনে নামার আগে লিগে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস। আজ কিংস মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদের। এ ছাড়া ১২ মে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে পুলিশ এফসির। এরই মধ্যে বসুন্ধরা কিংস নিজেদের প্রস্তুতি অনেকটাই সেরে নিয়েছে। সামনের দুই ম্যাচে চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে চায় তারা।

সর্বশেষ খবর