রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

মালয়েশিয়া রাঙাতে চান জিকোরা

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়া রাঙাতে চান জিকোরা

শক্তির বিচারে বাংলাদেশের ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নেই। তবুও মালয়েশিয়া রাঙাতে চান জামাল, জিকোরা। ৮ জুন থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব। ই গ্রুপে তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। র‌্যাঙ্কিং ও শক্তির বিচারে সব কিছুতেই পিছিয়ে বাংলাদেশ। সত্যি বলতে কী তিন হারই জামালদের প্রাপ্য। জিতে গেলে তা হবে অবিশ্বাস্য। তবে জয় নয় বাংলাদেশ চাচ্ছে পয়েন্ট। আর তা ড্রর মাধ্যমে। কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ওরা শক্তিশালী, তার মানে এই নয় যে আমাদের হারটা শতভাগ নিশ্চিত। বাংলাদেশের সামর্থ্য দিয়েই লড়বে। কেউ আর হারতে নামে না। সবাই চায় জয়। জেতার প্রতিশ্রুতি দিতে না পারলেও এতটুকু বলতে পারি লড়াই করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে।’

কাবরেরা বলেন, ‘ম্যাচ জিতলেই যেমন সব পাওয়া যায় না তেমনি হারলেও সব শেষ হয়ে যায় না। ম্যাচ বাই ম্যাচ খেলতে

হবে। ইন্দোনেশিয়া তো আমাদের চেয়ে বেশ শক্তিশালী। তারপর আবার বাংলাদেশে বেশ ক’জন নিয়মিত খেলোয়াড় ছিলেন না। এই দলই তো সমান তালে লড়ে ড্র করেছে। এতে করে আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। এশিয়া কাপ বাছাই পর্বেও সেই ধারাবাহিকতা ধরে খেলতে চাই।

 

সর্বশেষ খবর