মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

মেসি একাই ৫

ক্রীড়া প্রতিবেদক

মেসি একাই ৫

এক ম্যাচে ৫ গোল! সংখ্যার বিচারে অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। র‌্যাঙ্কিংয়ের ১১০ নম্বর দল এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে। ম্যাচের সবগুলো গোল করেছেন ৬ বারের বিশ্বসেরা ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর এই প্রথম এক ম্যাচে ৫ গোল করেননি। বার্সেলোনার পক্ষে ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে নক আউট পর্বের দ্বিতীয় লেগে ৫ গোল করেছিলেন একাই। ম্যাচটি বার্সেলোনা জিতেছিল ৭-১ গোলে। আন্তর্জাতিক ফুটবলে মেসি অষ্টম হ্যাটট্রিকের ম্যাচে ৫ গোল করেন ৭৬ মিনিটের মধ্যে। স্পেনের স্তুদিও সাদার স্টেডিয়ামে এস্তোনিয়ার গোলরক্ষকের জন্য গোলসংখ্যা বাড়েনি। ৫ গোলের পর মেসি বলেন, ‘আমরা মৌসুমটা এর চেয়ে ভালোভাবে শেষ করতে পারতাম না। আমরা ফিনালিসিমা  জিতেছি। বিশ্বকাপের প্রস্তুতিতে আরও একটি ভালো ম্যাচ খেলেছি।’

কিছুদিন আগে ইংল্যান্ডের ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে অবিশ্বাস্য ফুটবল খেলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিনলেসিয়ার ফাইনালে মেসির জাদুকরি ফুটবলে কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে উড়িয়ে দেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে। সেই ধারাবাহিকতা ধরে রাখে আলবিসেলেস্তারা। ইউরোপের দুর্বল শক্তির দেশ এস্তোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল করেন মেসি। এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা ১৬২ ম্যাচে ৮৬। টপকেছেন ফেরেঙ্ক পুসকাসকে। যার গোল ৮৫ ম্যাচে ৮৪টি। সবচেয়ে বেশি গোল পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর ১৮৮ ম্যাচে ১১৭। সব ধরনের ফুটবলে মেসির গোল ৭৬৭। সবচেয়ে বেশি গোল রোনালদোর ৮০৭টি। মেসির গোল উৎসবের দিন অপরাজিত থাকার রেকর্ডকে ৩৩ ম্যাচে উন্নীত করেছে আর্জেন্টিনা। ২০১৯ সালের কোপা আমেরিকায় সর্বশেষ হেরেছিলেন মেসিরা। পরের ৩৩ ম্যাচের একটিতেও হারেনি বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়নরা।

এক ম্যাচে ৫ গোলের রেকর্ড কিন্তু একেবারে কম নয়। আন্তর্জাতিক ও সবধরনের ফুটবল নিয়ে এক ম্যাচে ৫ গোলের রেকর্ড রয়েছে ৮৯টি। মেসির আগে আরও দুজন আর্জেন্টাইন আন্তর্জাতিক ম্যাচে ৫টি করে গোল করেছেন। রেকর্ড দুটি করেন জুয়ান মারভেৎসি ও হোসে মরেনো। দুজনে ১৯৪১ সালে কোপা আমেরিকাজয়ী দলের সতীর্থ ছিলেন। ওই আসরে ইকুয়েডরের বিপক্ষে ৬-১ গোলে জয়ী ম্যাচে মারভেৎসির করেছিলেন ৫  গোল। ওই বছরই ইকুয়েডরের বিপক্ষে ১২-০ গোলে জয়ী ম্যাচে মরেনো করেছিলেন ৫ গোল। বিশ্বকাপে একজন মাত্র ফুটবলার ৫ গোল করেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুণকে একাই ৫ গোল করেছিলেন রাশিয়ার ওলেখ সালেঙ্কো। অবশ্য এক ম্যাচে ৬ গোলের রেকর্ডও রয়েছে। ১৯৭৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রিয়া ৯-০ গোলে জিতেছিল মাল্টার বিপেক্ষে। ওই ম্যাচে একাই ৬ গোল করেছিলেন অস্ট্রিয়া স্ট্রাইকার হ্যান্স ক্রাঙ্কল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর