শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

কঠিন পরীক্ষায় লেবানডস্কি হলান্ড

ক্রীড়া ডেস্ক

কঠিন পরীক্ষায় লেবানডস্কি হলান্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের লড়াই এখন নিয়মিত ঘটনা। গত মৌসুমে গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হয়। বার্সেলোনা দুই লেগেই পরাজিত হয় বায়ার্নের কাছে। প্রথম লেগে ন্যু ক্যাম্পে বায়ার্নের পক্ষে দুটি গোল করেন রবার্ট লেবানডস্কি। এই পোলিশ তারকা এবার খেলবেন বার্সেলোনার জার্সিতে। বায়ার্নে আট মৌসুম কাটিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন লেবানডস্কি। বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে তাকে। এবার চ্যাম্পিয়ন্স লিগে সি গ্রুপে মুখোমুখি হচ্ছে বায়ার্ন-বার্সা। এ গ্রুপে আছে ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন।

কঠিন পরীক্ষা নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ডের সামনেও। প্রায় তিন মৌসুম বুরুসিয়া ডর্টমুন্ডে খেলে তিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-ডর্টমুন্ড। জি গ্রুপে এ দুই দল ছাড়াও আছে সেভিয়া ও কোপেনহেগেন। ডর্টমুন্ডের জার্সিতে ৮৯ ম্যাচে ৮৬ গোল করেছেন আরলিং হলান্ড। ম্যানসিটির জার্সিতে ৪ ম্যাচে ৩ গোল করেছেন এরই মধ্যে। বর্তমান ফুটবলে গোলমেশিন হিসেবে খ্যাতি পাওয়া এ তারকাকে এবার সাবেক দল ডর্টমুন্ডের বিপক্ষে লড়াই করতে হবে। রবার্ট লেবানডস্কির মতোই আরলিং হলান্ডকেও পরীক্ষা দিতে হবে এবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার বার্সেলোনাই কেবল কঠিন গ্রুপে পড়েছে। তাদের বায়ার্ন ছাড়াও লড়াই করতে হবে ইন্টার মিলানের সঙ্গে।

গতবার গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারেনি বার্সা। এবারে কী অপেক্ষা করছে দলটির সামনে! চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার এফ গ্রুপে মুখোমুখি হবে লিপজিগ, শাখতার ডনেস্ক এবং সেলটিকের। লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজি এইচ গ্রুপে মুখোমুখি হবে জুভেন্টাস, বেনফিকা এবং ম্যাকাবাই হাইফার। এ ছাড়া গতবারের রানার্সআপ লিভারপুল এ গ্রুপে মুখোমুখি হবে আয়াক্স, নেপোলি ও রেঞ্জার্সের।

সর্বশেষ খবর