রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জয়ের জন্য মরিয়া দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

জটিল সমীকরণকে সঙ্গী করে গ্রুপ-২-এর দলগুলো আজ ব্যাট ও বলের লড়াইয়ে নামছে। দক্ষিণ আফ্রিকা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান-চার দলেরই সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল খেলার। এজন্য চার দলকেই জিততে হবে আজ। অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে জিতলেই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করবে। যদি হেরে যান টেম্বা বাভুমারা, তাহলে ছিটকে পড়বে আসর থেকে। তখন গ্রুপ থেকে সেমিফাইনাল খেলার লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভ শুরু বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি জয়ের কাছাকাছি এসেও বৃষ্টিবাঁধায় জয় পায়নি বাভুমা বাহিনী। দ্বিতীয় ম্যাচে সাকিবদের পাত্তাই দেয়নি। ১০৪ রানে হারিয়ে জয়ে ফেরে। তৃতীয় ম্যাচে দুরন্ত ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে হাঁটতে থাকে। কিন্তু চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে ৩৩ রানে হারলে সমীকরণের গ্যাড়াকলে পড়ে যায়। ফলে আজকে নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচটি সুপার হেভিওয়েট ম্যাচে রূপ নিয়েছে। সেমিতে খেলতে জয়ের বিকল্প নেই প্রোটিয়াসদের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে জায়গা করে নেয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে ডাচ বাহিনী। শুধু জিতেছে পাকিস্তানকে ১ রানে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়েকে।

 

সর্বশেষ খবর