বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চাপ নিচ্ছেন না আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি

ক্রীড়া ডেস্ক

চাপ নিচ্ছেন না আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি

লিওনেল মেসির বয়স ৩৫ ছুঁই ছুঁই। এটাই সম্ভাবত তার শেষ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগ। মেসির পারফরম্যান্সের উপর নির্ভর করছে আর্জেন্টিনার বিশ্বকাপের শিরোপা জয়। আলবিসেলেস্তারা সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৮৬ সালে। এরপর সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ২০১৪ সালে। রানার্সআপ হয়েছিল জার্মানির কাছে হেরে। কোপা আমেরিকান কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা জিততে কাতার এসেছে। বিশ্বকাপে মেসিদের স্মার্ট ফুটবল খেলাবেন। কৌশলী ফুটবল খেলাবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। স্বপ্ন পূরণের জন্য বাড়তি কোনো চাপ নিতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি, ‘আমরা চাপে নেই। কারণ এটা ফুটবল। আমরা একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আর্জেন্টিনার জন্য এর অর্থ কী, তা আমরা জানি। তবুও এটি স্রেফ একটি খেলা। তাই আমরা বিশ্বাস করি, আমাদের মাঠে যেতে হবে এবং কাজগুলো ঠিকঠাক করতে হবে। এরপরও অনেক অভাবনীয় বিষয় থাকবে।’

 

সর্বশেষ খবর