ফুটবল বিশ্বকাপের ডামাডোলে গলফের কোনো আলোচনাই নেই। বাংলাদেশের মাটিতে যে এশিয়ান ট্যুরের মতো বড় টুর্নামেন্ট হচ্ছে তা নিয়ে কোনো মাতামাতিই নেই। ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ ক্লাবে এশিয়ান ট্যুরের আসর বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনের দ্বিতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে রয়েছেন দেশসেরা সিদ্দিকুর রহমান।
বিশ্বের ২৩ দেশের তারকা গলফাররা অংশ নিচ্ছেন এই বাংলাদেশ ওপেনে। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে লিডার বোর্ডের শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের গলফার ইতিপাত বুরানাতানিরাত। এরপরই রয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর। দেশসেরা গলফার পারের চেয়ে ৭ শট কম খেলেছেন। সিদ্দিকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক থাই গলফার কোসুকে হ্যামামোতো।
সিদ্দিকের সামনে শিরোপা জয়ের দারুণ সুযোগ। শেষ দুই রাউন্ডে যেকোনো কিছু হতে পারে। সুযোগ রয়েছে বাংলাদেশের আরেক সেরা গলফার জামাল হোসেন মোল্লারও।