বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেসির রুম হবে জাদুঘর

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বি ২০১ নম্বর কক্ষে ছিলেন বিশ্বকাপের সময়টায়। মেসিরা চলে গেছেন বেশ কিছুদিন হয়ে গেছে। তবে সেই কক্ষটা এখনো মেসিময় হয়ে আছে। এমনটাই নাকি থাকবে। কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির থাকার এই কক্ষটা ছোট জাদুঘরে পরিণত করা হবে। এখানে কেউ থাকবে না। কেবল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। কাতার বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ও পাবলিক রিলেশন ডিরেক্টর হিতমি আল হিতমি বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির কক্ষ অপরিবর্তিত থাকবে এবং শুধুমাত্র দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বসবাসের জন্য নয় এই কক্ষ। এটাকে ছোট জাদুঘরে রূপ দেওয়া হবে। যেখানে মেসির সমস্ত জিনিসপত্র থাকবে। ছাত্র ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা হবে যেন তারা দেখতে পারে যে স্মরণীয় অর্জনে পৌঁছতে মেসি কতটা নিবেদিত ছিলেন।’ কাতার বিশ্বকাপে হোটেলের পরিবর্তে কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলকেই বেছে নেন লিওনেল মেসিরা। ক্যাম্পও করেন কাতার বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেনিং ফ্যাসিলিটিতে। এখানে অবশ্য মেসিদের সব ধরনের সুযোগ সুবিধাই ছিল। মেসি ছিলেন বি ২০১ নম্বর কক্ষে। এখানে তাকে সঙ্গ দিতেন মেসিরই এক সময়কার জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরো। এই কক্ষে থেকেই বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিয়েছেন লিওনেল মেসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর