বিপিএলের চট্টগ্রাম পর্ব মোটেও সুখের হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এই পর্বে চার ম্যাচ খেলে তিনটাতেই হেরেছে তারা। গতকাল হারল খুলনা টাইগার্সের কাছে। ৭ উইকেটের জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে চার পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেও রানরেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে ছয় নম্বরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান সংগ্রহ করে দলটা। চট্টগ্রামের বদলে যাওয়া উইকেটে এই রান খুব একটা নিরাপদ সংগ্রহ নয়। প্রমাণও হলো তাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই টপকে যায় খুলনা টাইগার্স। ৩ উইকেটে ১৫৯ রান করে তারা। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে হাল ধরেছিলেন উসমান খান। ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৫ রান করেন তিনি। আফিফ হোসেন ৩১ বলে করেন ৩৫ রান। এ ছাড়া রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। তবে ঝোড়ো গতির কোনো স্কোর না থাকায় খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি চট্টগ্রাম। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খুলনা টাইগার্সের পক্ষে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং আমাদ বাট একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় খুলনা। শুভাগত হোম নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গতকাল খেললেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার রান করাটা জরুরি ছিল। কয়েকটা ম্যাচ খেলতে পারিনি।’ গতকাল খুলনার পক্ষে শেষদিকে ঝোড়ো গতিতে রান তোলেন ইয়াসির আলি। তিনি ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন ৩৬ রান। চট্টগ্রামে এসে ছন্দে ফিরে ঢাকায় আসছে খুলনা টাইগার্স।
শিরোনাম
- বগুড়ায় মালটা চাষে যুবক মাসুদের বাজিমাত
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
- দুই শিশুকে হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন
- সাইবার আইনের মামলায় বগুড়ার সাবেক সমন্বয়ক গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৬ মামলা
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
- নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন
- চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
- কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
- বিশ্বে প্রথম, রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে
- চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত
- গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের
- মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
- নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
জয়ের ব্যাটেই এলো খুলনার জয়
মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর