বিপিএলের চট্টগ্রাম পর্ব মোটেও সুখের হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এই পর্বে চার ম্যাচ খেলে তিনটাতেই হেরেছে তারা। গতকাল হারল খুলনা টাইগার্সের কাছে। ৭ উইকেটের জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে চার পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেও রানরেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে ছয় নম্বরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান সংগ্রহ করে দলটা। চট্টগ্রামের বদলে যাওয়া উইকেটে এই রান খুব একটা নিরাপদ সংগ্রহ নয়। প্রমাণও হলো তাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই টপকে যায় খুলনা টাইগার্স। ৩ উইকেটে ১৫৯ রান করে তারা। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে হাল ধরেছিলেন উসমান খান। ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৫ রান করেন তিনি। আফিফ হোসেন ৩১ বলে করেন ৩৫ রান। এ ছাড়া রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। তবে ঝোড়ো গতির কোনো স্কোর না থাকায় খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি চট্টগ্রাম। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খুলনা টাইগার্সের পক্ষে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং আমাদ বাট একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় খুলনা। শুভাগত হোম নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গতকাল খেললেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার রান করাটা জরুরি ছিল। কয়েকটা ম্যাচ খেলতে পারিনি।’ গতকাল খুলনার পক্ষে শেষদিকে ঝোড়ো গতিতে রান তোলেন ইয়াসির আলি। তিনি ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন ৩৬ রান। চট্টগ্রামে এসে ছন্দে ফিরে ঢাকায় আসছে খুলনা টাইগার্স।
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
জয়ের ব্যাটেই এলো খুলনার জয়
মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর