বিপিএলের চট্টগ্রাম পর্ব মোটেও সুখের হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এই পর্বে চার ম্যাচ খেলে তিনটাতেই হেরেছে তারা। গতকাল হারল খুলনা টাইগার্সের কাছে। ৭ উইকেটের জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে চার পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেও রানরেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে ছয় নম্বরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান সংগ্রহ করে দলটা। চট্টগ্রামের বদলে যাওয়া উইকেটে এই রান খুব একটা নিরাপদ সংগ্রহ নয়। প্রমাণও হলো তাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই টপকে যায় খুলনা টাইগার্স। ৩ উইকেটে ১৫৯ রান করে তারা। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে হাল ধরেছিলেন উসমান খান। ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৫ রান করেন তিনি। আফিফ হোসেন ৩১ বলে করেন ৩৫ রান। এ ছাড়া রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। তবে ঝোড়ো গতির কোনো স্কোর না থাকায় খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি চট্টগ্রাম। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খুলনা টাইগার্সের পক্ষে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং আমাদ বাট একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় খুলনা। শুভাগত হোম নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গতকাল খেললেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার রান করাটা জরুরি ছিল। কয়েকটা ম্যাচ খেলতে পারিনি।’ গতকাল খুলনার পক্ষে শেষদিকে ঝোড়ো গতিতে রান তোলেন ইয়াসির আলি। তিনি ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন ৩৬ রান। চট্টগ্রামে এসে ছন্দে ফিরে ঢাকায় আসছে খুলনা টাইগার্স।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
জয়ের ব্যাটেই এলো খুলনার জয়
মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর