বিপিএলের চট্টগ্রাম পর্ব মোটেও সুখের হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এই পর্বে চার ম্যাচ খেলে তিনটাতেই হেরেছে তারা। গতকাল হারল খুলনা টাইগার্সের কাছে। ৭ উইকেটের জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে চার পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেও রানরেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে ছয় নম্বরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান সংগ্রহ করে দলটা। চট্টগ্রামের বদলে যাওয়া উইকেটে এই রান খুব একটা নিরাপদ সংগ্রহ নয়। প্রমাণও হলো তাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই টপকে যায় খুলনা টাইগার্স। ৩ উইকেটে ১৫৯ রান করে তারা। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে হাল ধরেছিলেন উসমান খান। ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৫ রান করেন তিনি। আফিফ হোসেন ৩১ বলে করেন ৩৫ রান। এ ছাড়া রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। তবে ঝোড়ো গতির কোনো স্কোর না থাকায় খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি চট্টগ্রাম। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খুলনা টাইগার্সের পক্ষে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং আমাদ বাট একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় খুলনা। শুভাগত হোম নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গতকাল খেললেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার রান করাটা জরুরি ছিল। কয়েকটা ম্যাচ খেলতে পারিনি।’ গতকাল খুলনার পক্ষে শেষদিকে ঝোড়ো গতিতে রান তোলেন ইয়াসির আলি। তিনি ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন ৩৬ রান। চট্টগ্রামে এসে ছন্দে ফিরে ঢাকায় আসছে খুলনা টাইগার্স।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
জয়ের ব্যাটেই এলো খুলনার জয়
মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর