বিপিএলের চট্টগ্রাম পর্ব মোটেও সুখের হলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য। এই পর্বে চার ম্যাচ খেলে তিনটাতেই হেরেছে তারা। গতকাল হারল খুলনা টাইগার্সের কাছে। ৭ উইকেটের জয়ে খুলনা এখন পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে চার পয়েন্ট নিয়ে। ৬ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করেও রানরেটে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গেছে ছয় নম্বরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় খুলনা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান সংগ্রহ করে দলটা। চট্টগ্রামের বদলে যাওয়া উইকেটে এই রান খুব একটা নিরাপদ সংগ্রহ নয়। প্রমাণও হলো তাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য চার বল হাতে রেখেই টপকে যায় খুলনা টাইগার্স। ৩ উইকেটে ১৫৯ রান করে তারা। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে হাল ধরেছিলেন উসমান খান। ৩১ বলে ৭টি চার ও ১টি ছক্কার মারে ৪৫ রান করেন তিনি। আফিফ হোসেন ৩১ বলে করেন ৩৫ রান। এ ছাড়া রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। তবে ঝোড়ো গতির কোনো স্কোর না থাকায় খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি চট্টগ্রাম। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন খুলনা টাইগার্সের পক্ষে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন দুটি এবং আমাদ বাট একটি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুনিম শাহরিয়ারের উইকেট হারায় খুলনা। শুভাগত হোম নিজের বলেই ক্যাচ নিয়ে তাকে বিদায় করেন। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কার মারে করেন ৪৪ রান। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গতকাল খেললেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার রান করাটা জরুরি ছিল। কয়েকটা ম্যাচ খেলতে পারিনি।’ গতকাল খুলনার পক্ষে শেষদিকে ঝোড়ো গতিতে রান তোলেন ইয়াসির আলি। তিনি ১৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় করেন ৩৬ রান। চট্টগ্রামে এসে ছন্দে ফিরে ঢাকায় আসছে খুলনা টাইগার্স।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
জয়ের ব্যাটেই এলো খুলনার জয়
মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৫৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। রানেই থাকলেন এই ব্যাটার। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি
রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর