রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপের নারী স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী যুবারা এখন দক্ষিণ আফ্রিকায়। সেখানে টি-২০ নারী যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে। গতকাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছে। ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নারী টি-২০ বিশ্বকাপ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ অংশ নেবে আসরে। ১০ দলের টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়ছে নারী দল। বাংলাদেশ খেলছে ‘এ’; গ্রুপে। গ্রুপের বাকি দলগুলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপের দলগুলো- ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলবে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল দুটি ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। মূল আসরে নামার আগে জোতি বাহিনী দুটি প্রস্তুতিমূলক আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান ৬ ফেব্রুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।         

বাংলাদেশ মহিলা টি-২০ বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মুস্তারি। 

স্ট্যান্ড বাই : রাবেয়া সানজিদা, আখতার মেঘলা, ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা। 

সর্বশেষ খবর