শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্পিন উইকেটে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

স্পিন উইকেটে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি

নাগপুরের উইকেটে বল ঘুরছে। লাটিমের মতো না হলেও ব্যাটারদের জন্য অস্বস্তিকরভাবে বল ঘুরছে। প্রথম দিনে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দন অশ্বিন ঘূর্ণিতে গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। গতকাল সেই ধারাবাহিকতা ধরে রাখেন সফরকারী অফ স্পিনার টড মার্ফি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনের ভারতের বিপক্ষে দারুণ অভিষেক হয় মার্ফির। রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারাদের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসটি রাঙিয়ে তোলেন ৫ উইকেট নিয়ে। প্রথম দুই দিনের ১৭ উইকেটের পতনের ১৪টিই নিয়েছেন স্পিনাররা। স্পিন সহায়ক উইকেটে দারুণ ব্যাটিং করে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত। খেলেছেন ১২০ রানের পর্বতসমান দৃঢ়তার ইনিংস। তার ৪৬ টেস্ট ক্যারিয়ারের ৯ নম্বর সেঞ্চুরিতে নাগপুর টেস্টে চালকের আসনে বসে পড়েছে ভারত। প্রথমদিন অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে গুটিয়ে দেয় জাদেজা-অশ্বিন জুটি। গতকাল অধিনায়কের সেঞ্চুরি এবং জাদেজা ও আক্সার প্যাটেলের জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২১ রান তুলেছেন স্বাগতিকরা। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন আজ ১৪৪ রানে এগিয়ে থেকে খেলতে নামবে ভারত।

প্রথম দিন ভারত শেষ করেছিল ১ উইকেটে ৭৭ রান তুলে। গতকাল মার্ফির ঘূর্ণিতে খুব সুবিধা করতে পারছিলেন না কোহলি, পুজারা, সূর্যশেখর আইয়াররা। এর মধ্যে দলীয় ২২৯ রানে সাজঘরে ফেরেন রোহিত।

 

 

সর্বশেষ খবর