শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্লান্ডেলের দুরন্ত সেঞ্চুরি

মাউন্ট মঙ্গানুই টেস্ট

ক্রীড়া ডেস্ক

ব্লান্ডেলের দুরন্ত সেঞ্চুরি

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন ইংল্যান্ড টি-২০ স্ট্রাইলে ব্যাটিং করে। ৫৮.২ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে। ওভারপ্রতি স্ট্রাইক রেট ছিল ৫.৫৭। প্রথম দিন ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক নিউজিল্যান্ড। গতকাল দ্বিতীয় দিন ৮৩ রান তুলতে ইনিংসের অর্ধেক (৫ উইকেট) হারিয়ে ফেলে। দল যখন ধুঁকছে তখন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল জুটি বাঁধেন বাঁ-হাতি ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ৭৫ রান যোগ করে দলের বিপর্যয় সাময়িকভাবে রোধ করেন। দলীয় ১৫৮ রানে কনওয়ে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৭৭ রানে। এরপর নিজেই দলের দায়িত্ব তুলে নেন ব্লান্ডেল। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে জেমস অ্যান্ডারসনকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে নামের পাশে লিখে রাখেন ১৩৮ রানের লড়াকু ইনিংস। ১৮১ বল স্থায়ী ইনিংসটিতে ছিল ১৯টি চার ও একটি ছক্কা। ২৩ টেস্টে এটা তার চার নম্বর সেঞ্চুরি। ব্লান্ডেল ও কনওয়ের ব্যাটিং দৃঢ়তায় ৮২.৫ ওভারে ৩০৬ রান করে। সফরকারী বেন স্টোকস বাহিনীর পক্ষে ৩ উইকেট নেন অ্যান্ডারসন, ওলি রবসন ৪টি এবং একটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও বেন স্টোকস। ১৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ১৬ ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে ৯৮ রানে এগিয়ে থেকে দিন পার করে ইংল্যান্ড। জন ক্রলি ২৮, বেন ডাকেট ২৫ রান করেন। অলি পোপ ১৪ ও  নাইটওয়াচম্যান স্টুয়ার্ট ব্রড ব্যাট করছেন ৬ রানে।

 

সর্বশেষ খবর