উয়েফা ইউরোপা লিগে বার্সেলোনাকে বিদায় করে টিকে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছে ম্যানইউ। ম্যানইউর পক্ষে একটি করে গোল করেন ফ্রেড (৪৭) ও অ্যান্টনি (৭৩)। অবশ্য ম্যাচে ১৮ মিনিটে রবার্ট লেবানডস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালানরা। প্রথম লেগে দুই দল ২-২ গোলে ড্র করে।
বার্সেলোনা বিদায় নিলেও ইউরোপা লিগে টিকে আছে জুভেন্টাস। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে ফরাসি ক্লাব নানতেজকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ডি মারিয়া ৫, ২০ ও ৭৮ মিনিটে গোল তিনটি করেন। শেষ ষোলোর লড়াইয়ে জুভেন্টাস মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রেইবার্গের। ম্যানইউ খেলবে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের সঙ্গে। বৃহস্পতিবার নকআউট রাউন্ড প্লে-অফের বাধা পাড়ি দেয় রোমা, সেভিয়া, লেভারকুজেন, ইউনিয়ন বার্লিন ও স্পোর্টিং সিপি। শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্সেনাল-স্পোর্টিং সিপি, রোমা-রিয়াল সুসিদাদ, সেভিয়া-ফেনারবাখ ও শাখতার-ফেনর্ড।