শিরোনাম
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মুখোমুখি রিয়াল-বার্সা

ক্রীড়া ডেস্ক

মুখোমুখি রিয়াল-বার্সা

এল ক্ল্যাসিকোর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে কাপে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠে লা লিগায় এল ক্ল্যাসিকোর লড়াইয়ে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। অবশ্য গত জানুয়ারিতে স্প্যানিশ সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। বছরের প্রথম ট্রফি ঘরে তুলেছে জাভি হার্নান্দেজের দল। সব মিলিয়ে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে দুই দল মুখোমুখি হয়েছে ২৮৫ বার। এর মধ্যে ১১৮ বার জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ১০৫ বার। ৬২ বার ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। ক্লাব ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই দেখতে মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। তবে আজকের লড়াইটা বেশ কঠিন হবে বার্সেলোনার জন্য। ইনজুরির কারণে দলে নেই রবার্ট লেবানডস্কি। আনসু ফাতিও ইনজুরিতে। অবশ্য তার খেলার কথা রয়েছে।

অন্যদিকে দারুণ ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা-ভিনিসাসরা। কোপা দেল রে কাপে ফাইনাল খেলার জন্য আজ জয় প্রয়োজন দুই দলেরই। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদ খেলতে যাবে ৫ এপ্রিল রাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর