বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি বিন মর্তুজা। এমসিসি ওয়েবসাইটের তথ্যানুসারে প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পান সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী, ২০০৩ সালে।

মাশরাফিসহ এ বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে। এর মধ্যে ইংল্যান্ড ও ভারতের আছেন পাঁচ জন করে সাবেক খেলোয়াড়। মাশরাফির সঙ্গে আজীবন সদস্য হয়েছেন মেরিসা আগুইলেইরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), যুবরাজ সিং (ভারত), জেনি গান (ইংল্যান্ড), লরা মার্শ (ইংল্যান্ড), আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), এডউইন মরগান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), অ্যামি স্যাটারথওয়েট (নিউজিল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড) ও ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)।

ক্রিকেটের আইনপ্রণেতা এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালে। এ পর্যন্ত তারা ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ ও ৬ হাজার সহযোগী সদস্য পদ দিয়েছে।

সর্বশেষ খবর