রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইমরুলের সেঞ্চুরিতে মোহামেডানের তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ড সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পুরোপুরি ফ্রি। মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের পক্ষে আইপিএল খেলতে এখন ভারতে। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন লিটন দাস। বাকি ক্রিকেটাররা খেলছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ গতকাল খেলেছেন মোহামেডানের হয়ে। দুই তারকার উপস্থিতিতে দুর্দান্ত ক্রিকেট খেলে সিটি ক্লাবের বিপক্ষে ১০১ রানের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৮ ম্যাচে মোহামেডানের এটা তৃতীয় জয়। বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েশ ১২১ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৪ রান করেছেন। প্রিমিয়ার লিগের অপরাপর খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে অগ্রণী ব্যাংককে এবং ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী ৮ ম্যাচে শতভাগ জয় নিয়ে। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ৮ ম্যাচে ৭ জয়ে এবং লিজেন্ড অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ৮ ম্যাচে ৬ জয়ে সুপার লিগ নিশ্চিত করছে। বিকেএসপি মাঠে প্রথমে ব্যাট করে মোহামেডান ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রান করে। দলনায়ক ইমরুল ১২১ বলে ১১৪ রান করেন।

 

 

সর্বশেষ খবর