রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মেয়েদের সামনে এবার সিঙ্গাপুর

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের সামনে এবার সিঙ্গাপুর

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ডি গ্রুপে নিজেদের প্রথম খেলায় তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। এ জয়ের পর চূড়ান্ত পর্বে খেলার আশা অনেক বেড়ে যায় মেয়েদের। তবে ডি গ্রুপের ম্যাচের স্বাগতিক সিঙ্গাপুর তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে হিসাব বেশ জটিল করে দেয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এবার জয়ের বিকল্প নেই পুজা-রুমাদের।

কোচ গোলাম রব্বানী ছোটন আজ জয়ের লক্ষ্যেই খেলতে নামবেন। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের কাল (আজ) অবশ্যই জিততে হবে। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ প্রতিপক্ষ দল সম্পর্কে বেশ সতর্ক ছোটন। সিঙ্গাপুর বেশ শক্ত প্রতিপক্ষ বলেই স্বীকার করছেন তিনি। ছোটন বলেন, ‘তারা যথেষ্ট ভালো দল। কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা টেকনিক্যালি খুব ভালো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।’ কোচের মতোই বললেন অধিনায়ক রুমা আক্তারও। তিনি বলেছেন, ‘আমরা আগের ম্যাচের মতো এ ম্যাচে স্বাভাবিক খেলা খেলে জিততে চাই। সবার কাছে দোয়া চাই।’

সিঙ্গাপুরে খেললেও বাংলাদেশ বেশ সমর্থন পাচ্ছে। গত ম্যাচে সিঙ্গাপুরের জালান বেশার স্টেডিয়ামের গ্যালারিতে প্রবাসী বাংলাদেশি অনেক সমর্থক ছিলেন। আজও তারা মাঠে থাকবেন বলে আশা করছেন কোচ। ছোটন বলেন, ‘সিঙ্গাপুরে আমার প্রবাসী ভাইদের অনেক সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি কালও (আজ) আমরা এ সমর্থন কাজে লাগিয়ে জয় আদায় করব।’ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এর আগে তিনবার চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। ২০০৫, ২০১৭ ও ২০১৯ সালে। তিনবারই চূড়ান্ত পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। গতবার (২০১৯ সালে) অবশ্য একটা ম্যাচ ড্র করেছিল। এবার বাছাইপর্ব পাড়ি দিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে পারবেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা!

সর্বশেষ খবর