প্যারিস অলিম্পিকে মেয়েদের ৫ হাজার মিটারে সোনার পদক জয় করলেন কেনিয়ার বিয়েট্রিস চেবেট। তিনি ফাইনালে ১৪ মিনিট ২৮.৫৬ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। এ ইভেন্টে ১৪ মিনিট ২৯.৬০ সেকেন্ড টাইমিং করে কেনিয়ার ফেইথ কিপিগন রুপা এবং নেদারল্যান্ডসের সিফান হাসান ১৪ মিনিট ৩০.৬১ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ক্যারিয়ারে এর আগে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৫ হাজার মিটারে সোনার পদক জয় করেছেন তিনি। গত বছর বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছেন বিয়েট্রিস। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে রুপার পদক জয় করেন তিনি। এবার অলিম্পিকে সোনার পদক জিতলেন।