ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টামণ্ডলী শপথ নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে গতকাল। মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোটা সংস্কারের দাবিতে শুরু থেকেই সোচ্চার ছিলেন আসিফ মাহমুদ। এরপর তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও আন্দোলনকারীদের নানান দিকনির্দেশনা দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। উপদেষ্টামণ্ডলীর দুজনকে নেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আরেকজন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আসিফ মাহমুদের আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন। তিনি বিসিবির সভাপতিও। মন্ত্রী হওয়ার সাত মাসের মাথায় পদচ্যুত হন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ। তিনি ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় নেতা।