কানাডার ন্যাশনাল ব্যাংক ওপেনে (কানাডিয়ান ওপেন) চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের মেয়ে জেসিকা পেগুলা। ফাইনালে তিনি স্বদেশি আমান্ডা আনিসিমোভাকে হারিয়েছেন ৬-৩, ২-৬, ৬-১ গেমে। এ টুর্নামেন্টে গতবারও চ্যাম্পিয়ন হন তিনি। ক্যারিয়ারে এককে ১২টি ফাইনাল খেলে ষষ্ঠ শিরোপা জয় করলেন জেসিকা। চলতি বছর এর আগে জার্মানিতে বার্লিন লেডিস ওপেন জয় করেন যুক্তরাষ্ট্রের এই মেয়ে। কানাডিয়ান ওপেনে দীর্ঘদিন পর টানা দুবার কোনো মেয়ে চ্যাম্পিয়ন হলো। এর আগে শেষবার এই কীর্তি গড়েছিলেন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস। তিনি ১৯৯৯ সালে মনিকা সেলেস এবং ২০০০ সালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এই ওপেন জয় করেন।