টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম। ২০০০ সালে নিজেদের প্রথম টেস্ট খেলে বাংলাদেশ (প্রতিপক্ষ ভারত)। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৪৫ রান করেন আমিনুল। ৩৮০ বলের সেই ইনিংসে ১৭টি চারের মার ছিল। বাংলাদেশ সেই টেস্টে ৯ উইকেটে হেরে যায় সৌরভ গাঙ্গুলির ভারতের কাছে।