রঙিন পর্দার তারকা ও কলাকৌশলীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সেলেব্রেটি চ্যাম্পিয়নস ট্রফি’ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টটি। চারটি করে দল অংশগ্রহণ করছে প্রতিটি ক্যাটাগরিতে। দলগুলো হলো- নাইট রাইডার্স, স্বপ্নধারা স্পার্টান, টাইটানস ও জেভিসিও কিংস। দুই ক্যাটাগরির প্রতিটি খেলাই বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। গতকাল উদ্বোধনী দিনে পুরুষ ক্যাটাগরিতে নাইট রাইডার্সের মুখোমুখি হয় স্বপ্নধারা স্পার্টান। টস জিতে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে নাইট রাইডার্স। জবাবে ৮ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বপ্নধারা স্পার্টান। ৭ উইকেটের জয় পায় তারা।
নারী ক্যাটাগরিতে নির্ধারিত ২ ওভারের ম্যাচে নাইট রাইডার্সের ১৩ রানের টার্গেট ১ ওভারেই টপকে যায় স্বপ্নধারা স্পার্টান। আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।