২৯ মে বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগ শেষ হওয়ার মাধ্যমে মৌসুমের পর্দা নামবে। ১ জুন থেকে শুরু হয়ে যাবে নতুন মৌসুমের দলবদল। বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এমনটিই আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে সামজস্য মিলিয়েই দলবদল হবে।’ তিন বা আড়াই মাস ধরে দলবদল চলবে। তবে কোনো কিছুই এখন চূড়ান্ত হয়নি। গেল মৌসুমে চ্যালেঞ্জ কাপ নামে এক নতুন টুর্নামেন্টের দেখা মিলে। এর সঙ্গে ফেডারেশন কাপ ও পেশাদার লিগ যুক্ত ছিল। লিগ কমিটির সিদ্ধান্ত ছিল স্বাধীনতা কাপ ও জনপ্রিয় টুর্নামেন্ট সুপার কাপ ফিরিয়ে আনার। ২০০৯ সালে কোটি টাকার প্রাইজমানির এ আসরে অভিষেক ঘটে। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে তিনবার আয়োজন হওয়ার পর সুপার কাপ থেমে যায়। অথচ তৎকালীন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছরই টুর্নামেন্ট হবে এবং প্রাইজমানিও বাড়বে। এটাও বলেন, আকর্ষণ করে তুলতে কলকাতার জনপ্রিয় তিন ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানকে আমন্ত্রণ জানানো হবে। প্রতিশ্রুতি বাস্তবে তো রূপই দেয়নি উল্টো বিলুপ্ত হতে চলেছিল। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের উদ্যোগেই জনপ্রিয় সুপার কাপ আবার ফিরছে। গত বছর সময়ের কারণে তা মাঠে গড়ায়নি। এবার ফিরবে, স্বাধীনতা কাপও অনুষ্ঠিত হবে। অর্থাৎ নতুন মৌসুমে লিগসহ পাঁচ আসর মাঠে গড়াবে।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
ফিরছে সুপার কাপ
নতুন মৌসুমে ফুটবলে পাঁচ আসর
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর