পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে, রোনালদো জুনিয়র। আগামী ১৭ জুন ১৫ বছর পূর্ণ হবে আল নাসর একাডেমির এ ফরোয়ার্ডের। বাবার মতোই ৭ নম্বর জার্সিতে খেলছে সে। এ বয়সেই নিজের আখ্যান তৈরি করেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের এ খেলোয়াড়। রবিবার ক্রোয়েশিয়ার ব্লাটকো মার্কোভিচ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে রোনালদো জুনিয়র জোড়া গোল করে। তার গোলেই চারবারের চ্যাম্পিয়ন স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পর্তুগাল। প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে খেলে এ প্রতিযোগিতা দিয়েই প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেল সে। সাবেক ফুটবলার ও কোচ ব্লাটকো মার্কোভিচের স্মরণে ২০১৯ সাল থেকে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে অভিষেকের দিন ছেলেকে নিয়ে গর্বের কথা জানান পর্তুগিজ সুপারস্টার। ১৪ বছর বয়সি এ কিশোর অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার অর্জন করে।