এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে আজ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ জিতে গ্রুপ পর্বে খেলতে চান আবাহনী কোচ মারুফুল হক। গতকাল বাফুফে ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন আশা প্রকাশ করেছেন তিনি। অধিনায়ক আসাদুজ্জামান বাবলুও মনে করেন, কোচের প্রত্যাশা পূরণ করতে পারবেন ফুটবলাররা। প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটা জিতলেই কেবল গ্রুপ পর্বে খেলার টিকিট পাবে আবাহনী।
মুরাস এফসি একেবারেই নতুন ক্লাব। প্রতিষ্ঠিত হয়েছে মাত্র দুই বছর আগে। অভিষেকের পর পরই টানা দুবার কিরগিজস্তান কাপ জয় করেছে দলটি। লিগেও গত মৌসুমে তৃতীয় হয়েছে। বেশ শক্তিশালী ক্লাব হিসেবে নিজেদের প্রমাণ করেছে স্থানীয় ফুটবলে। এবার এশিয়ান লেভেলেও ভালো করতে চায় দলটা। এ দলের প্রতিপক্ষ হিসেবে আবাহনী বেশ অভিজ্ঞ এক দল। এশিয়ান লেভেলে ভালো ফল করার ইতিহাস আছে আবাহনীর। তা ছাড়া কিরগিজস্তানের দলটাকে নিয়ে বেশ গবেষণাও করেছে আকাশি-নীল জার্সিধারীরা। আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘আমরা ২৬ দিন ধরে অনুশীলন করছি। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ম্যাচে জয় পাব।’ কিরগিজ প্রতিপক্ষ মুরাস এফসিতে ইউক্রেনের বেশ কয়েকজন ফুটবলার আছেন। বিশেষ করে তাদের ডিফেন্স ভাঙা বেশ কঠিন হবে। তা ছাড়া দ্রুত বিল্ডআপে বেশ পারদর্শী ক্লাবটি। এমন পরিস্থিতিতে জয়ের আশা কীভাবে করছেন আবাহনী কোচ? মারুফুল হক বললেন, ‘আমরা প্রতিপক্ষের শক্তিমত্তা জানি। তাদের শক্তিটা নষ্ট করাই হবে আমাদের প্রথম কাজ। তারপর আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’ দলে অন্তত তিনজন বিদেশি চেয়েছিলেন মারুফুল। পেয়েছেন কেবল সুলেমান দিয়াবাতেকে। তবে তাকে পেয়েই সন্তুষ্ট কোচ। মারুফুল বলেন, ‘আমার পরিকল্পনা দিয়াবাতে সহজেই ধরতে পেরেছে। সে যদি পঞ্চাশ ভাগও মাঠে দিতে পারে, আমি খুশি হব।’ এফসি মুরাসের কোচ পুশকভ সার্গি নিজ দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আবাহনী খুবই ভালো এক দল। তাদের সঙ্গে খেলাটা সহজ হবে না। তবে আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি, জয় নিয়েই মাঠ ছাড়ব।’ মুরাসের অধিনায়ক জাপারভ আমিরও কোচের মতোই জয়ের আশাবাদ জানিয়ে গেছেন।’