প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থেকেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না লঙ্কানরা। ঢাকার ধারাবাহিকতা চট্টগ্রামে ধরে রেখে ২-০ সিরিজ জিততে চায় শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের পরিকল্পনা নিয়ে লঙ্কান তরুণ ব্যাটসম্যান থিতরুয়ান ভিথানাগে বলেন, 'ঢাকার মতো চট্টগ্রামেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামব। দলের সবার প্রচেষ্টায় চট্টগ্রাম টেস্টেও জয়ের জন্য মাঠে নামব।'
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখে সন্তুষ্টি প্রকাশ করে গত ম্যাচের সেঞ্চুরিয়ান বলেন, 'এ উইকেটে ব্যাটসম্যানরাই জয়-পরাজয় নির্ধারণ করবে। তাই জয়ের জন্য ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।' প্রথম টেস্টে সাত নাম্বারে ব্যাট করতে নেমে করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নিজের অভিষেক সেঞ্চুরি নিয়ে ভিথানাগে বলেন, 'টেস্ট শতক আনন্দ ও স্বস্তির। প্রথম টেস্ট সেঞ্চুরি করে ভালো লাগছে। তবে আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে মাহেলা। সে যেভাবে ব্যাটিং করছিল, তাতে ব্যাটসম্যানদের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল।' পুরো ইনিংসে জয়াবর্ধনে উৎসাহ দিয়েছেন জানিয়ে ভিথানাগে বলেন, 'বেসিক ব্যাপারগুলোই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন মাহেলা, যেন চাপ না নিয়ে আমার সহজাত খেলাটাই খেলি। সত্যি বলতে, আরেক পাশে মাহেলার মতো কেউ থাকলে এমনিতেই সাহস কিছুটা বেড়ে যায়। ঢাকা টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও মাহেলা মনে করেন বাংলাদেশ ক্রিকেটে এমন এক পর্যায়ে পেঁৗছে গেছে, যেকোনো পরিস্থিতিতে তারা ঘুরে দাঁড়াতে পারে। এ দলে সাকিব, তামিম, মুশফিক, সোহাগ গাজী, নাসির ছাড়াও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন- যারা টেস্ট ও ওয়ানডেতে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। সুতরাং চট্টগ্রাম টেস্টে অবশ্যই শ্রীলঙ্কাকে সতর্ক হয়ে খেলতে হবে।