জাদুকরের মৃত্যুবার্ষিকী
নীরবে চলে গেল উপমহাদেশের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় কিংবদন্তির মহানায়ক ফুটবল জাদুকর সামাদের ৫০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যু দিবসটি এক সময় বিভিন্ন সংগঠনসহ ব্যাপকভাবে পালন করত। কিন্তু কিংবদন্তির এই ফুটবল জাদুকরকে সবাই ভুলতে বসেছে। তার শেষ স্মৃতি চিহ্নটুকুও আজ বিলীনের পথে। আজও তার সেভাবে মূল্যায়ন হয়নি।
১৯৬৪ সালের এই দিনে তিনি পার্বতীপুর শহরের রেলওয়ে সাহেব পাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পার্বতীপুর শহরের ইসলামপুর কবরস্থানে তিনি চির নিদ্রায় শায়িত রয়েছেন। কিংবদন্তির মহানায়ক ফুটবল জাদুকর সামাদের পুরো নাম আব্দুস সামাদ।
স্পন্সর পেল বাফুফে
গ্রামীণফোন সরে যাওয়াতে পেশাদার ফুটবল লিগে স্পন্সর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্পন্সরবিহীন অবস্থায় তাই লিগের যাত্রা হয়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অবশ্য বলেছিলেন, লিগের মাঝামাঝি সময়ে স্পন্সর পাওয়া যাবে। শেষ পর্যন্ত তাই হয়েছে, চলতি পেশাদার লিগে স্পন্সর করবে নিটল মটরস লিমিটেড। আজ বিকাল ৩টায় বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর ছাড়াও ফেডারেশন সম্মেলন কক্ষে লোগো উন্মোচন হবে। উল্লেখ্য এর আগে জাতীয় ফুটবল লিগের স্পন্সর করেছিল নিটল টাটা মটরস।
আজাদ জয়ী
গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে আজাদ স্পোর্টিং ক্লাব পুরো পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র খেলায় ২-১ গোলে ওয়ান্ডারার্সকে পরাজিত করে। বিজয়ী দলের মাহবুব আলী ও মো. মোহসিন এবং বিজিতের রিমু গোলগুলো করেন।
সেই পল্টন
ঐতিহাসিক পল্টন ময়দানে দীর্ঘদিন ধরে কোনো খেলার আয়োজন হয় না। ঢাকায় এস এ গেমসের পর থেকেই জাতীয় ক্রীড়া পরিষদ মাঠটিকে সংরক্ষিত রেখেছে। এমনকি পল্টন ময়দানে রাজনৈতিক সমাবেশও নিষিদ্ধ ছিল। সেই পল্টনে ফিরে আসছে খেলা। বাফুফে থেকে জানানো হয়েছে আসন্ন পাইওনিয়ার ফুটবল লিগের অধিকাংশ ম্যাচ পল্টনে অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জে টি-২০
১৩ ফেব্রুয়ারি থেকে হবিগঞ্জে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট। সাহা ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের আটটি দল অংশ নেবে। উদ্বোধনী দিনে ইয়ং ব্রাদার্স ও মডার্ন ক্লাব মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
দর্শক কি হয়
আগেও যখন এসেছিলেন তখন মওলানা ভাসানী স্টেডিয়াম দেখে অবাক হয়ে যান। লিয়েন্দ্রে নেগ্রে। শনিবার স্কুল হকির উদ্বোধন করতে এসে তিনি বলতে বাধ্য হয়েছিলেন এত বড় গ্যালারিতে তো দর্শকই দেখলাম না। কখনো কি এ মাঠে দর্শক ভরপুর ছিল। নেগ্রের কথা শুনে কোনো জবাব দিতে পারেননি কর্মকর্তারা। কেননা ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারিতো কখনো ভরপুর হয়নি।
আকমলের মুক্তি
গ্রেফতার হওয়ার একদিন পর জামিনে ছাড়া পেলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। গত শনিবার লাহোরে ট্রাফিক সিগন্যাল অমান্য করা তাকে গ্রেফতার করা হয়েছিল। কর্তব্যরত ট্রাফিক সাজেন্টের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আকমলের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা জাহিদ নাওয়াজ বলেন, 'আকমল উত্তেজিত হয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার পোশাক ধরে টানাটানি করে। এমনকি তার গায়ে হাত তোলেন।' অবশ্য আকমল এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'পুলিশ সার্জেন্টই আমার শার্ট ধরে টানাটানি করেছে।' স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে আকমল জানিয়েছেন।
আবাহনী-ঊষা মুখোমুখি
গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপা প্রত্যাশী দুই দল ঊষা ও আবাহনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচ শুরু হবে। উভয় দলই পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে।