ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে আর্সেনাল। গতকাল রবিবার তারা ২-০ গোলে পরাজিত করেছে ক্রিস্টাল প্যালেসকে।
আর্সেনাল স্ট্রাইকার চেম্বারলিন একাই করেন দুই গোল। তার জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে আর্সেনাল।
২৪ খেলায় আর্সেনালের পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সুবিধা করতে পারেনি অন্যতম শিরোপা প্রত্যাশী লিভারপুল। ওয়েস্ট ব্রমউইচের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে ২৪ খেলায় লিভারপুলের পয়েন্ট ৪৭।